চন্দ্রঘোনায় এলজি ও কার্তুজসহ জেএসএস সন্তু সন্ত্রাসী আটক!

0
111

শাহাদাত হোসেন, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনায় এলজি ও কার্তুজসহ জেএসএস সন্তু সন্ত্রাসী আটক হওয়ার খবর পাওয়া গেছে!

রোজ (বুধবার) ১৬ জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত হলেন,ডলুছড়ির থোয়াইচিং মারমার ছেলে উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই(৩৩)।

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ব্যাক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচাজ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আগের পোস্টবান্দরবানের দুর্গম এলাকায় কলেরা আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান করেন, সেনাবাহিনী।
পরের পোস্টগুইমারা খাদ্য গুদামের অনিয়ম, ১৫ মেঃ টন চাউল বাজারে বিক্রির সময় সেনাটহলের হাতে আটক!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন