খাগড়াছড়ি মানিকছড়িতে উপজাতি সন্ত্রাসীদের ভয়ঙ্কর হামলায় রক্তাক্ত বাঙালিরা!

0

আবু তাহের, খাগড়াছড়ি

আজ (বুধবার) ১৪ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে সকাল ৯ ঘটিকায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন সাপমারা নামক সাপমারা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক মিয়ার পুত্র মো. হালিম মিয়া (৫২) তার ফসলের জমির পাশের গাছের ডাল কেটে নিয়ে যেতে বলে পূর্ণ ত্রিপুরা-কে। কারণ গাছের ডালপালা গুলো ফসলের ক্ষতি করে। ত্রিপুরা (৪২) একই গ্রামের কেতারাম ত্রিপুরা পুত্র। গাছের ডালপালা কাটতে বলার কারণে মো. হালিম সহ তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত (২০) ও রিফাত ইসলাম (২২) কে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে পূর্ণ ত্রিপুরা সহ বেশ কয়েকজন উপজাতি সন্ত্রাসী।

পরবর্তীতে আহত বাঙালিদেরকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, করর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হালিম ও রফিকুল ইসলাম শান্ত-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে মারাত্মক আহত বাঙালিতের অবস্থা আশংকা জনক।

ছবিতে স্পষ্টভােবে দেখা যাচ্ছে, বাঙালির মাথায় দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, রক্তাক্ত হয়েছে বাঙালির শরীর। যদি এমনিই আঘাত কোনো বাঙালিরা উপজাতি সন্ত্রাসীদের করতেন, ‘তাহলে প্রশাসন বাঙালিদের গণগ্রেফতার করে গ্রামে পুরুষ শূন্য করতো।’ তথাকথিত গণমাধ্যম গুলো বাঙালিদের বিরুদ্ধে মারাত্মক মিথ্যাচার রচিত করতো। বামপাড়া এতোক্ষণ বাঙালি বিরোধী মিছিল-সমাবেশ শুরু হতো!

পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত উপজাতি সন্ত্রাসীরা বাঙালিদের রেকর্ডীয় জমি দখল করে, এবং জমি থেকে উচ্ছেদ করে। এসবের জন্য বাধা দিলে উপজাতি সন্ত্রাসীরা দলবদ্ধভাবে বাঙালিদের উপর হামলা করে। এমন হামলা পূর্বেও অহরহ হয়েছে, তার কোনটির সঠিক বিচার হয়নি। যার ফলে একের পর এক বাঙালিদের উপর উপজাতি সন্ত্রাসীদের হামলা অব্যাহত রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More