রাজস্থলীতে জেএসএস সন্তু সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলায় বাঙালী শ্রমিক গুরুতর আহত।

0
283

রাঙামাটি রাজস্থলী বাজারে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস সন্তু) অতর্কিত হামলায় বাঙালী শ্রমিকেরা গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান, বুধবার (০৩ নভেম্বর ২০২১) সন্ধ্যায় বাজারের পূর্বপাশে ঝুলন্তব্রীজ সংলগ্ন বাজার চৌধুরীর বাড়ীর সংস্কারের কাজ চলছে। এমন সময় কিছু সন্ত্রাসী এসে নির্মাণাধীন শ্রমিকদের উপর হামলা করে রক্তাত্ত করে। নির্ধারিত সময়ে তাদের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় এই হামলা হয় বলে জানা যায়।

আহতরা হলেন, আবদুল লতিফ মিস্ত্রী (৬৫), সুমন মহাজন (৩৮) ও হাসেম আলী (৪৫)পরে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পর বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়। ঘটনা স্থল পরিদর্শন করেন রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর হাসান চৌধুরী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান।

আগের পোস্টরাঙ্গামাটিতে ইউপিডিএফ (মূল) এর চাঁদা আদায়কারীকে আটক করেছে সেনাবাহিনী।
পরের পোস্টছোট্ট একটি বিহার নির্মাণ করে রাঙ্গামাটির ফুরমোন পাহাড়ের অধিকাংশ জায়গা দখল করেছে ভান্তেরা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন