রবিন নামে ০২ বছর বযসী একটি ছেলে হারানো গিয়েছে। খাগড়াছড়ি সদরস্থ কল্যাণপুর থেকে গত- ১৪ নভেম্বর ২০২১ খ্রিঃ, দুপুর ১২:৩০ দিকে রবিন হারানো গিয়েছে। আজ চার দিন হয়ে গেলো এখনো সন্ধান মেলে নি। কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন ছেলেটিকে বর্ণিত স্থানে পৌছিয়ে দিন।
ব্রেকিং