আবারও মিথ্যাচার করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী।

0

অদ্য ৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবারেগা ক্যাম্পের জায়গা দখল করে ধর্মীয় ঘর করে সন্ত্রাসীদের আড্ডাখানা তৈরী করে রেখেছে জেএসএস সন্ত্রাসীরা। সরকারী জায়গা দখল করে নামে মাত্র ধর্মীয় প্রতিষ্ঠান তৈরী করেছে তারা। সেখানে বসেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে পাহাড়ী এ সন্ত্রাসীরা। যখনই সেখানে নিরাপত্তার কথা চিন্তা করে আবারো সরকার ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় তখনি তাদের ষড়যন্ত্র শুরু হয়। নির্ধারিত আর্মি ক্যাম্পের ৫ একর জায়গায় শান্তি চুক্তির পর ক্যাম্প তুলে নিলে জায়গাটি দখল করে বৌদ্ধ বিহার স্থাপন করে সন্ত্রাসী মহল যাতে ভবিষ্যৎ সেখানে আর কোন ক্যাম্প স্থাপন করা না হয়। পরে সে স্থানের নিরাপত্তা বাহিনীর জায়গার ২.১০ শতাংশ জায়গা বৌদ্ধ বিহারকে ছেড়ে দেয় নিরাপত্তা বাহিনী। সেটা বাদ দিয়ে সরকারী ২ একর ৯৫ শতাংশ জায়গাতে এপিবিএন ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় প্রশাসন, কিন্ত এটার বিপক্ষে পাহাড়ী বাঙ্গালীর খেলার মাঠের কথা উল্লেখ করে, তারাই আবার প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে। অথচ কিছুদিন আগে এপিবিএন ক্যাম্পের জন্য জায়গা নির্ধারণ করা হলে সেখানে বিনয় প্রসাদ কার্বারী (জেএসএসের নেতা ১৯৮৫ থেকে) তিনিও সাক্ষর করেছিলেন ক্যাম্প হলে তার কোন সমস্যা নাই, সাথে নাতুনা চাকমা (মহিলা সহযোগী কালেক্টর জেএসএস), তপন জ্যোতি চাকমা (শিবারেগা জেএসএস এর সভাপতি), সুনির্মল হেডম্যান সেদিন স্বাক্ষর করেছিলেন, কিন্তু এখন তারা মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে, তারা বলছে পাহাড়ী বাঙ্গালীর খেলার মাঠ নষ্ট করা হচ্ছে, যদি এটা সত্য হয় তাহলে বাঙ্গালী কোন প্রতিনিধির সাক্ষর নাই কেন? গত এক সপ্তাহ আগেও তারা স্থানীয় এক কৃষককে গলায় ছুরি, মাথায় অস্ত্র ধরে মারধর করে চাঁদার জন্য, এছাড়াও প্রত্যেকটি গাছ, বাঁশ সহ যাবতীয় মালামাল থেকে চাঁদা আদায় করে এলাকায় অস্ত্রের রাজত্ব করছে তারা, সন্ত্রাসীদের এমন কর্মকান্ড প্রতিদিনের কাজ। তারা এখানে সন্ত্রাসীদের কর্মকান্ড চলমান রাখতে ক্যাম্প না হওয়ার জন্য অপচেষ্টা করে যাচ্ছে।

এরকম মিথ্যা অপপ্রচারের জন্য যেকোন মুহূর্তে যে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে। এলাকাবাসীর দাবী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে দ্রুত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হোক।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More