সাজেক মাচালং জেএসএস সন্তুর গুলিতে দুই ইউপিডিএফ কালেক্টর নিহত।

0

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকে অদ্য (রবিবার) ৪ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকায় মাচালং বাজারের পাশে ব্রীজপাড়াতে ইউপিডিএফ প্রসিত মূলদলের দু’জন কালেক্টর প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের গুলিতে নিহত হয়।

নিহতরা হলেন, ইউপিডিএফ কালেক্টর দীপায়ন চাকমা (৩৭) ও আশীষ চাকমা (৪৫)। নিহত দীপায়ন চাকমা ৩৬ নং সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এগুজ্জেছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে, আর আশুক্য চাকমা ৩৪ নং রূপকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে।

চুক্তির বিরোধিতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় জেএসএস এই হত্যাকাণ্ড সংঘটিত করে বলে স্থানীয়দের ধারণা। ইউপিডিএফ এর পক্ষ থেকেও এই ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা হয়েছে।

বর্তমানে সাজেকে থমথম পরিবেশ বিরাজ করছে। তবে সাজেকগামী পর্যটকরা নিরাপদে আছে বলে জানা গেছে।

এই ঘটনার পরপরই যৌথবাহিনীর বিশেষ টিম ঘটনারস্থলে লাশ উদ্ধারে গমণ করেছে বলে জানা যায়৷

তবে এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী থেকে অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতবছরের ১১ ডিসেম্বর পানছড়ি অনিলপাড়া প্রতিপক্ষ বা নিজ সন্ত্রাসী গ্রুপের হাতে ৪ জন নিহত ও গত ২৪ জানুয়ারী মহালছড়ির দুরছড়িতে ২জন সহ ৬জন ইউপিডিএফ নেতাকর্মী নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More