সেটেলার শব্দের প্রবর্তক কারা,আর বাংগালীদের কেন সেটেলার বলা হবে?

0


||হিল ব্লগার||
সেটেলমেন্ট ইংরেজি শব্দ, সেটেলমেন্ট হতে মূলত কথিত সেটেলার শব্দের উৎপত্তি। ১৯৭৯ সালে পার্বত্য চট্টগ্রামে যখন সমতল হতে সরকার বাংগালীদের সরকারী জায়গা ও খাসভূমিতে হস্তান্তরিত করে তখন  বাংগালীদের পূর্নবাসন (সেটেলমেন্ট) করা হয় নামক শব্দ ব্যবহার করে সেনাবাহিনী৷ বাস্তবতার নিরিখে বলতে গেলে কাদের পূর্ণবাসন করা হয় এবং পূর্নবাসন কাকে বলে? পূর্নবাসন করা হয় তাদের যাদের জায়গা, জমি ভিটেমাটি নেই, থাকার বাসস্থান নেই, কোন বন্দী শিবিরে থাকা মানুষ, যারা সরকারের কাছে আশ্রয়-প্রশ্রয় প্রার্থনা করেছে। তার নিমিত্তে সরকার সরকারী জায়গা, খাসভূমি বা কোন মালিকধীন জায়গা অঞ্চলে যাদের বসবাসযোগ্য আবাস গড়ে দেয়, তাকে পূর্নবাসন বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ যেসব বাংগালী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তাদের কি পূর্বে অথাৎ ১৯৭৯ সালের আগে কি বসতবাড়ি ছিলো না? নিজের জায়গা- জমি না থাকায় তারা কি সরকারী কোন বন্দি শিবিরে জীবন যাপন করেছিলেন? যার প্রেক্ষিতে সরকার বন্দিশালা হতে বাংগালীদের পূর্নবাসন করেছেন পার্বত্য চট্টগ্রামে? আদতে কোন বাংগালী ১৯৭৯ সালের আগে বন্দি শিবিরে ছিলোনা, এমনকি বসতবাড়ি বিহীনও ছিলো না। সরকার রাষ্ট্রের প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল হতে বাংগালীদের বাধ্য করে পার্বত্যাঞ্চলে থাকার মত উপযোগী জায়গা-জমি, ঘরবাড়ি ও বিপুলসংখ্যক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে বাংগালীদের তৎকালীন পত্রপত্রিকায় ও বেতারের মাধ্যমে প্রচার করে নিয়ে এসেছেন। কোন বাংগালী তৎকালীন সরকারের আশ্রয়-প্রশ্রয় চেয়ে পাহাড়ে পূর্ণবাসন হতে আসেনি৷ বরঞ্চ সরকার রাষ্ট্রের প্রয়োজনে নিয়ে এসেছে বাংগালীদের। সুতরাং পার্বত্য বাংগালীদের জন্য পূর্ণবাসন শব্দ প্রয়োজ্য নয়। এমনকি পূর্ণবাসন (সেটেলমেন্ট) যে শব্দ আজ সেটেলার হিসেবে বাংগালীদের বিরুদ্ধে ব্যবহার হয় তা অনেক নিছক শব্দ। পার্বত্য উপজাতীয়রা মনে করে সেটেলার খুবই নিছক শব্দ, এ শব্দের মাধ্যমে বাংগালীদের ঘায়েল করা সম্ভব এবং এ সেটেলার শব্দ বললে বাংগালীদের ঘৃণিত মানুষ হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে। যার ধরণ হিসেবে পার্বত্য বাংগালীদের একপ্রকার গালির মত সেটেলার ব্যবহার করে উপজাতিরা। আর এ সেটেলার শব্দের প্রবর্তক সেনাবাহিনী। সেনাবাহিনী তৎকালীন বাংগালীদের সেটেলার হিসেবে সম্বোধন করতেন। যার থেকে উপজাতীয়রা সেটেলার শব্দ ধারণ করে। সেকালে সেনাবাহিনী সেটেলার শব্দ ব্যবহার করলেও একালে এসে সেটেলার শব্দ কতটা বিষফোড়া তা অনুমেয় করেছে৷ যদিও তা অনেক কাল বিলম্ব হয়েছে সেনাবাহিনীকে তাদের অতীত ভূল বুঝতে। এখন আসি একটা উদাহরণ নিয়ে সমতল অথাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ে এসে যদি বাংগালীরা সেটেলার হয়ে যায়। তাহলে খালেদা জিয়া ফেনী হতে ঢাকা বাড়ি করে বাস করে কেন সেটেলার হয়না? শেখ হাসিনা গোপালগঞ্জ হতে ঢাকা এসে বাড়ি করে থাকেন, সেই যদি সেটেলার না হয় তাহলে দেশের বিভিন্ন অঞ্চল হতে পাহাড়ে বাংগালীরা এসে বাড়ি করলে কেন সেটেলার হবে? পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের বাহিরে নাকি? আর উপজাতিরাও পাহাড় থেকে ঢাকা-চট্টগ্রাম গিয়ে বাড়ি করে বসবাস করে, তাহলে কি তারাও সেটেলার? প্রকৃত বাস্তবতা হচ্ছে বাংগালীদের সেটেলার হিসেবে সম্বোধন করা একটি গভীর চক্রান্ত ও পার্বত্যাঞ্চলের বাংগালীর উপস্থিতি মেনে না নেওয়ার কারসাজি। এ অঞ্চলে বাংগালীরা উপজাতিদের অনেক পরে আগমণ করেছে ঠিক কিন্তু পার্বত্য উপজাতিরা এদেশের আদি বাসিন্দা নয়। তারাও ১৭০০ সাল নাগাদে মঙ্গোলীয়া ও তিব্বত, বার্মা হতে যুদ্ধে বিতাড়িত হয়ে পার্বত্য চট্টগ্রাম আশ্রয়ে এসেছে৷ যারা আজ নিজেদের পার্বত্য চট্টগ্রামের ভূমি পুত্র বলে দাবি করে! ইতিহাস মতে উপজাতি-বাংগালী কেউ পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা না। সুতরাং পার্বত্য চট্টগ্রাম উপজাতিদের একথা যারা বলেন তারা দেশও দেশের শত্রু। পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা ১৭০০ সাল নাগাদ যখন আগমণ করে তখনো কাপ্তাই এলাকায় কিছু বাংগালীর বসবাস ছিলো। হয়ত এখানে উপজাতিদের মত বাংগালী সংখ্যাগরিষ্ঠ ছিলো না।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More