মহালছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীর বসতঘর ভাংচুর।

0
116

মোঃ সোহেল রিগ্যান- খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম কালাপাহাড় নামক স্থানে বাঙ্গালীর কবিলতের জায়গার উপর নির্মিত একটি ঘর ভাংচুর করেছে উপজাতি সন্ত্রাসীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালাপাহাড় এলাকার আমজাদ হোসেনের পুত্র মোঃ জাহেদ তার শ্বশুর মৃত্যুর পর শ্বশুরের জায়গাতে একটি বসতঘর নির্মাণ করে গত ১৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে। অদ্য ২১ নভেম্বর (সোমবার) আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় উপজাতি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় ২৫০ নং লেমুছড়ি মৌজার বদনালা গ্রামের বাসিন্দা দেবপ্রিয় চাকমার নেতৃত্বে বাঙ্গালী মো. জাহেদের বসতঘরটি ভাংচুর করার অভিযোগ পাওয়া যায়।

উক্ত জায়গাটি পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের রেগুলেশন এর প্রথাগত নিয়মের দোহাই দিয়ে বাঙ্গালীর কবিলত জায়গাটি দেবপ্রিয় চাকমা দাবি করে আসছে। দেবপ্রিয় চাকমা বড়নালা গ্রামের বাসিন্দা মৃত রাজ চন্দ্র চাকমার পুত্র। উক্ত জায়গাটি তার পৈত্রিক সম্পত্তি দাবি করলেও তার কাছে বৈধ কাগজপত্র নেই।

বাঙ্গালীর বসতঘর ভাংচুরের পর স্থানীয় প্রশাসন দায়সারাভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বাঙ্গালীদের কোনপ্রকার আন্দোলন করতে নিষেধ করে। এবং আগামীকাল মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা বিষয়টি নিয়ে বসবে বলে জানা যায়।

উল্লেখ্য যে, এর আগেও মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় সময়ই উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীদের জায়গা বেদখলের ঘটনা ঘটছে। গত ৫ জুলাই উক্ত ইউনিয়নের জয়সেন পাড়া এলাকায় বাঙ্গালীদের জায়গাতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।

আগের পোস্টঅবৈধ অস্ত্র উদ্ধার না করে সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন রাষ্ট্রের জন্য হুমকি!
পরের পোস্টগুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন