পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ বান্দরবান জেলা সন্মেলন অনুষ্ঠিত।

0

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ বান্দরবান জেলা সন্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আজিজ উল্লাহ, বান্দরবান।

পার্বত‍্য চট্টগ্রাম ওলামা পরিষদ (পিসিওপি) বান্দরবান জেলা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর(মঙ্গলবার) সকাল ১০টায় বান্দরবান বনানী স মিলস্থ বায়তুর রহমান জামে মসজিদে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা শরীয়ত উল্লাহর সভাপতিত্বে সন্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত‍্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আ. ম. মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক,প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

সন্মেলনে কাজী মজিব বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর হামলা ও মানবাধিকার লংঘন ইতিহাসের এক জগণ‍্য কান্ড, আমরা এর তীব্র নিন্দা জানাই।পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই অঞ্চলের মুসলমান তথা ওলামাদের উপর সূক্ষ্ম কৌশলে হত‍্যাকান্ড চালিয়ে যাচ্ছে।এই অঞ্চলে এক শ্রেণী পার্বত‍্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠনের কু-পরিকল্পনা এখনো চালিয়ে যাচ্ছে।এ সকল রাষ্ট্র বিরোধী পরিকল্পনা নষ্ট করতে ও অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এব‍্যাপারে তিনি সকলের সহযোগিতা কমনা করেন।

সন্মেলনে বান্দরবান ফাতেমাতুজ জোহুরা মহিলা মাদ্রাসার অধ‍্যক্ষ মাও.এমদাদ হোসেনকে সভাপতি ও বান্দরবান নওমুলিম পাড়া (টাংকি পাহাড়) জামে মসজিদের খতিব আব্দুর রহিম কে সেক্রেটারী করে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ বান্দরবান জেলা কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক মাসের মধ‍্যে ১০১ সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন,
পিসিওপি রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ সামসুল আলম,পিসিওপি রাঙ্গামাটি জেলার তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি খলিল উল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলন বান্দরবান জেলা সভাপতি মাও.আবুল কালাম আজাদ, বান্দরবান বাজার শাহী মসজিদের খতিব মাও.এহসানুল হক মঈন।এছাড়াও বান্দরবানের বিভিন্ন মাদ‍্যাসার শিক্ষক, মসজিদের ঈমাম,খতিবসহ ধর্মীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More