সেনা ক্যাম্পের জায়গায় এপিবিএন মোতায়েনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ স্থগিত।

0

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত।
১৯৯৭ সনের ২-রা ডিসেম্বর সম্পাদিত হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে অদ্য ২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অপর দুই সদস্য ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাম্প্রদায়িক নারী নেত্রী ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার রটানো বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণলায়ের সচিব মো: মশিউর রহমান, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।

সভায় বিগত ৭ম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির পূর্বের সভায় প্রত্যাহৃত সেনা ক্যাম্পের জায়গায় এপিবিএন মোতায়েনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ স্থগিত করা হয়েছিল। উক্ত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন মতামত পাওয়া যায়নি বলে জানান পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো: মশিউর রহমান।

কমিটির বিগত সভায় তিন পার্বত্য জেলা পরিষদে কি কি বিষয় ও কার্যাবলী হস্তান্তর করা হয়েছে তা নিরূপনের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

উক্ত বৈঠকে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমাও উপস্থিত থাকার কথা রয়েছে।

কমিটির বিগত সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ২৭টি পদ বিশিষ্ট অর্গানোগ্রাম অনুসারে জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

টাস্কফোর্সের সভা অচিরেই অনুষ্ঠিত করা এবং আভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার জন্য ৮ম সভায় টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে তাগাদা দেয়া হয়।

জনসংহতি সমিতির সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার বিষয়টি জেএসএস এর পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়।

পরিশেষে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বান্দরবান জেলার ডেপুটি কমিশনারের কাছ থেকে কেএনএফের বিষয়ে প্রতিবেদন সংগ্রহের জন্য পার্বত্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৮ম সভা সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More